Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Coordinating meeting to manage the activities of departments under Mymensingh Public Works Zone under the chairmanship of Honorable Additional Chief Engineer, Mymensingh Public Works Zone.
Details

গত ৯ নভেম্বর ২০২২ খ্রিঃ ময়মনসিংহ গণপূর্ত জোনের আওতাধীন বিভাগসমূহের কার্যক্রম পরিচালনার নিমিত্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো ময়মনসিংহ গণপূর্ত জোনের কনফারেন্স রুমে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ গণপূর্ত জোনের সম্মানিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ শামছুদ্দোহা মহোদয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণপূর্ত জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীগণ। সভায় পূর্ব ঘোষিত আলোচ্যসূচী অনুসারে ২০২২-২৩ অর্থ বছরে সমাপ্তিযোগ্য, চলমান, মেরামত, উন্নয়ন/রাজস্ব প্রকল্পের অগ্রগতি সহ বিবিধ কার্যক্রম পর্যালোচনা করা হয়। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় সভায় উপস্থাপিত তথ্য অনুসারে চলমান কার্যক্রম সমূহ সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Attachments
Publish Date
10/11/2022
Archieve Date
01/12/2023