Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

গণপূর্ত অধিদপ্তরের আওতায় সৃষ্ট ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের যাত্রা শুরু হয় স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ১৯৬৪ সালের সেপ্টেম্বর মাসে। অনার বোর্ডের তথ্যানুযায়ী অত্র সার্কেলের সর্বপ্রথম তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে জনাব সৈয়দ আবদুল আলী পদায়িত হন।পূর্বে ঢাকা গণপূর্ত জোনের অন্তর্গত ময়মনসিংহ সার্কেলের আওতায় মোট ৬ (ছয়) টি গণপূর্ত বিভাগের কার্যক্রম নিয়ন্ত্রিত হতো । সেগুলো হলো ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর গণপূর্ত বিভাগ। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে অনুমোদিত নতুন অর্গানোগ্রামে ময়মনসিংহ গণপূর্ত জোন এবং টাঙ্গাইল গণপূর্ত সার্কেলের সৃষ্টি হয়। নবসৃষ্ট ময়মনসিংহ গণপূর্ত জোনের আওতায় ময়মনসিংহ ও টাঙ্গাইল গণপূর্ত সার্কেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে । ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের আওতায় বর্তমানে ৩ (তিন) টি গণপূর্ত বিভাগ হলো ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোণা । এ যাবৎ ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের আওতায় ৩৭ (সাঁইত্রিশ) জন কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে পদায়িত হয়ে দায়িত্ব পালন করেছেন/করছেন ।